নাটোরে পিকআপের ধাক্কায় দুই বাইকআরোহী নিহত

গতকাল সোমবার মধ্যরাতের দিকে নাটোর শহরের বাইপাস সড়কের পিটিআই এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। ছবি : এনটিভি
নাটোর সদর উপজেলায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার মধ্যরাতের দিকে নাটোর শহরের বাইপাস সড়কের পিটিআই এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকার রাকিবুল ইসলাম (২৬) ও তারেক (২৬)।
ওসি জানান, দুর্ঘটনায় তারেক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রাকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার এবং পিকআপটি আটক করেছে।