নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ১০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/05/ngonj-trolar.jpg)
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় তীরে মানুষের ভিড়। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ হয়েছে। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুলাহ আরেফিন জানান, নদীতে আজ সকালে ঘন কুয়াশা ছিল। ওই সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় স্থানীয় লোকজন অন্য ট্রলার নিয়ে মধ্য নদী থেকে এক শিশুসহ অন্তত ৩০ জনকে উদ্ধার করে। তবে, আট থেকে ১০ জন যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে।
আব্দুলাহ আরেফিন আরও জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজে রয়েছে। আজ দুপুর ১টা পর্যন্ত কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।