ইন্দোনেশিয়ার ধসে পড়া স্কুল থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা নেই

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ধসে পড়া বহুতল একটি বোর্ডিং স্কুলে আর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। স্কুলটি ধসে পড়ার পর থেকে নিখোঁজ ছিল ৫৯ জন। খবর এএফপির।
উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করে জানান, এখন আর জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা নেই।
জাভার সিদোয়ার্জো শহরে সোমবার (২৯ অক্টোবর) দুপুরে নামাজের জন্য শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় হঠাৎ করে স্কুলের একটি অংশ ধসে পড়েছিল।
কয়েকদিনের উদ্ধার অভিযানের পর এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আরও ৫৯ জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ানতো বলেছেন, আমরা থার্মাল ড্রোনসহ উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেছি। বৈজ্ঞানিকভাবে, জীবনের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ধ্বংসস্তূপের কাছে অপেক্ষারত পরিবারগুলো হতাশা ও কান্না নিয়ে প্রিয়জনদের খবরের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।
১৭ বছর বয়সী ভাই নিখোঁজ থাকা মাওলানা বায়ু রিজকি প্রাতামা বলেন, আমি প্রথম দিন থেকেই এখানে আছি। আমি আশা করছি আমার ভাই বেঁচে যাবে। আমি এখনো আশাবাদী।
নিখোঁজ ১৪ বছর বয়সী ছেলের বাবা আব্দুল হানান অভিযোগ করেন, ধ্বংসস্তূপের নিচে শিশুরা সাহায্যের জন্য চিৎকার করছিল। তিনি উদ্ধার অভিযান দ্রুত করার আহ্বান জানান।
উদ্ধারকারীরা বুধবার (১ অক্টোবর) ধ্বংসস্তূপ থেকে পাঁচজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
সিদোয়ার্জো শহরে এই ধসের কারণ অনুসন্ধানের কাজ চলছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাথমিক লক্ষণগুলো নিম্নমানের নির্মাণকাজের দিকে ইঙ্গিত করছে।