নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মগবাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে প্রথমে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি রনিকে তুলে নেন। পরে দিবাগত রাতে ফতুল্লা মডেল থানায় নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, রনির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি করেছিল পুলিশ। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে ‘অপ্রাসঙ্গিক মন্তব্য’ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।