নারায়ণগঞ্জ থেকে ফেনীতে ফিরেই করোনার উপসর্গে মৃত্যু, বাড়ি লকডাউন

ফেনী সদর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নূরের নবী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ফাজিলপুর এলাকায় নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তাঁর।
নূরের নবী নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে চাকরি করতেন।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. এস এম মাসুদ রানা জানান, গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ থেকে ফেনীতে নিজ বাড়িতে আসেন নূরের নবী। এর পর থেকে তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ও তাঁর পরিবার বিষয়টি গোপন রেখেছিলেন। স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে তাঁকে সেরে তোলার চেষ্টা করছিল পরিবার। অবস্থা খারাপের দিকে যাওয়ায় গত বুধবার বিকেলে কন্ট্রোল রুমে ফোন করে চিকিৎসাসেবা নেন নূরের নবী। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছানোর আগেই মারা যান তিনি।
এর আগে গতকাল বিকেলে নূরের নবীর বাড়ি গিয়ে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট আসার পর করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে নূরের নবীর মৃত্যুর পর থেকেই তাঁদের বাড়িটি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান।