নারীকে বিবস্ত্র করে নির্যাতন : কালাম-সাহেদ রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় গ্রেপ্তারকৃত আবুল কালামের তিন মামলায় ১০ দিন ও মাঈন উদ্দিন সাহেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
নোয়াখালী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, আসামি আবুল কালাম ও মাঈন উদ্দিন শাহেদকে আজ দুপুরে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ধর্ষণ মামলায় চারদিন, পর্নোগ্রাফি মামলায় তিনদিন ও নির্যাতন মামলায় তিনদিনসহ আবুল কালামের মোট ১০ দিন এবং মাঈন উদ্দিনকে ধর্ষণ মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার সাহেদকে এলাকা থেকে এবং কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে আটক করা হয়। এ নিয়ে আলোচিত এ ঘটনায় মোট ১০ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূর বসতঘরে ঢুকে তাঁর স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন দেলোয়ার বাহিনীর বাদলসহ অন্যরা। এরপর তাঁরা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ বাধা দিলে তাঁরা গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ফোনে ভিডিওচিত্র ধারণ করেন। পরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। সেখানে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো সাত-আটজনকে আসামি করা হয়। তাঁদের সবার বাড়ি বেগমগঞ্জে। তাঁরা সবাই একলাশপুরের দেলোয়ার বাহিনীর সদস্য।