নারীরা যত এগিয়ে যাবেন, দেশ তত এগিয়ে যাবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘মাই ড্রিম, মাই আইডেন্টিটি’ শীর্ষক অনলাইন আলোচনা সভা করেছে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। একই সঙ্গে জাপানে উই-এর পদযাত্রা শুরু উপলক্ষে জাপান চ্যাপ্টারেরও উদ্বোধন করা হয়েছে।
জাপান চ্যাপ্টারের উদ্বোধনী আলোচনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের পেশাগত কাজের কিছু ঘাটতি রয়েছে। ঘাটতিগুলো থাকলে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা পেতে অসুবিধা হবে। সেজন্য নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করতে পারলে তাঁরা আরও এগিয়ে যেতে পারবেন। নারীরা যত এগিয়ে যাবেন, দেশ তত এগিয়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা পাঠ্যক্রমকে এমনভাবে সাজাতে চাই যাতে উদ্যোক্তারা প্রশিক্ষিত হতে পারেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শর্ট কোর্স চালুর মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করার ব্যবস্থা করতে হবে।’
বিশেষ অতিথির বক্তৃতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমরা নারী, আমরা পারি। সুযোগ পেলেই নারীরা দেখিয়ে দেয়। কিন্তু এই সুযোগের জায়গায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেঞ্চার এবং এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ডিসনি (স্টার স্পোর্টস) এর অ্যাকাউন্ট ডিরেক্টর অনিন্দিতা ঘোষ এবং উই-এর নির্বাহী কমিটির পরিচালক শেখ লিমা প্রমুখ।