নারী সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মসিক মেয়রের

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘সচেতনতা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এসিড সন্ত্রাসকে আমরা যেমন প্রতিরোধ করেছি, নারীর প্রতি সহিংসতাকেও একইভাবে প্রতিরোধ করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে মসিকের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ‘হেল্থ সেক্টর রেসপন্স টু জেণ্ডার ভায়োলেন্স’ বিষয়ে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে সিটি মেয়র এ কথা বলেন।
মেয়র আরও বলেন, ‘আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষা, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি নারীদের প্রতি বৈষম্যের অন্যতম কারণ। তবে এখন সরকারের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনে কাজ করছে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে ও সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। নারীর প্রতি সহিংসতায় সাজা নিশ্চিত করছে সরকার।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট এ প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস মো. মমতাজ সাদ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান মিয়া প্রমুখ।