নিউমার্কেটের ঘটনায় গ্রেপ্তার মকবুলের মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/23/23-04-2022-17-05-46-23-04-22-mirza-fakrul_press-breffing-1.jpg)
নিউমার্কেটের ঘটনায় স্থানীয় নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারা দেশের মহানগরগুলোতে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়াও ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এ রকম মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।
বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করাসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এর পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ সভা হবে।