নেত্রকোনায় আলোচিত রাজীব হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

নেত্রকোনার আলোচিত রাজীব হত্যা মামলার আসামিদের মধ্যে মূলহোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার আসামিদের মধ্যে দেলোয়ার ওরফে দিলুকে ঢাকার কামরাঙ্গীচরে, যতন মিয়াকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া এবং সিরাজুলকে তারাকান্দা থানা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার রাতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
২০২১ সালের ৭ মে ভোর সাড়ে ৫টার সময় নেত্রকোনার মোহনগঞ্জের শেখ ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে মোটরসাইকেল চালক রেজাউল করিম রাজীবের (২২) লাশ উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ। ঘটনার দুদিন পরই ৯ মে নিহত রাজীবের বাবা মো. বাচ্চু মিয়া মোহনগঞ্জ থানায় সন্দেহজনক ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে এ মামলার তদন্ত করে মোহনগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডেকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই নেত্রকোনা জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় সহযোগিতা না করার কারণে রাজিবের হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, এটি একটি চাঞ্চল্যকর ও ঘৃণ্য হত্যাকাণ্ড ছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।