সাভারে হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুল খালেক মোল্লা। ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগনেতা আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ মে) ভোরে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক মোল্লা আশুলিয়া থানার বুড়িপাড়া (নরসিংহপুর) গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে।