নেত্রকোনায় বাড়ছে কোভিড সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন
নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা—দুর্গাপুর, কলমাকান্দাসহ জেলার বিভিন্ন উপজেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন করে দুর্গাপুরে ছয় জন এবং কলমাকান্দা উপজেলায় সাত জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৫২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী দুই উপজেলাসহ, নেত্রকোনা সদর উপজেলায় ২৮ জন, আটপাড়া উপজেলায় চার জন এবং মোহনগঞ্জ, বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ২২ নারী রয়েছেন।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, জেলায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ পর্যন্ত ১৮ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়া গেছে ১৮ হাজার ৩১টির। শনাক্ত হয়েছে এক হাজার ৪২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে এক হাজার ১৩৪ জন।
এদিকে, নেত্রকোনায় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকগুলোতে ভিড় বেড়েছে। সীমান্তবর্তী দুই উপজেলায় বিজিবির নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসাধারণের চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হচ্ছে।