নেত্রকোনা চিকিৎসককে পেটানোর ঘটনায় গ্রেপ্তার ১

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসককে পিটিয়ে আহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ইমন মিয়া (২৮)। গতকাল বুধবার রাতে মারপিটের ঘটনায় জড়িত ইমনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়। এর আগে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান তথ্য নিশ্চিত করে জানান, মারপিটে আহত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলমগীর হোসেন (৪৩) চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার মল্লিকপুর গ্রামের সালেক হায়দারের ছেলে পৌর শহরের নওহাল গ্রামের বাসিন্দা ইমন মিয়া গত ১৩ জুন তাঁর শাশুড়ি ফরিদা পারভীনকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মোহনগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তখন ইমন মিয়া সরকারি অ্যাম্বুলেন্সের কথা বললে ড্রাইভার না থাকায় কর্তব্যরতদের হুমকিধমকি দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্সে রোগী ফরিদা পারভীনকে নিয়ে যান।
পরে সরকারি অ্যাম্বুলেন্স না দেওয়ার জের ধরে গতকাল রাত পৌনে ৯টার দিকে ইমন ১০ থেকে ১২ জন সঙ্গে নিয়ে ওই হামলা ও মারপিটের ঘটনাটি ঘটায়।
এ সময় কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করা হয়। তিনি এখন চিকিৎসাধীন।
ওসি রাশেদুল হাসান মামলার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনায় মূল আসামি ইমন মিয়াকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’