নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় আজ মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারের পাশে উকিল সড়কের মুখে ভ্যানে করে বালু উত্তোলনের সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় চারজন আহত হন। তাঁদের মধ্যে একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্যজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য দুজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ওই দুজন হলেন আব্দুল্লাহ আল মামুন ও মো. নূরনবী। তাঁরা দুজনই শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে সেনবাগ উপজেলায় ভুঞা দীঘির পাড়ে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে শাহীন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি বাজারের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
এরই মধ্যে লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।