নৌ-পরিবহণ অধিদপ্তরের নকল ওয়েবসাইট বানিয়ে হাতিয়ে নিল কোটি টাকা

নৌ-পরিবহণ অধিদপ্তরের অনুকরণে ওয়েবসাইট বানিয়ে নকল সিওপি সার্টিফিকেটে বিভিন্ন রেটিংসে মার্চেন্ট শিপে চাকরি দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারকচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
আজ সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার শাখার অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রাজধানীর উত্তরখানে অবস্থিত ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টান্যাশনাল মেরিটাইমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল আজাদ (৩৫), ডিরেক্টর মঞ্জুরুল আজাদ (৩২), ডিরেক্টর তারিকুল আজাদ (৩০), আইটি অফিসার রাশেদুল ইসলাম (৩০) ও সাবেক আইটি অফিসার মোহাম্মদ সোহেল রানা (২৯)।
কামরুল আহসান বলেন, নৌ-পরিবহণ অধিদপ্তর থেকে অভিযোগ আসে একটি প্রতারকচক্র সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে যোগ্যতা সনদ যাচাইয়ের কথা বলে প্রতারণা করে আসছে। এ ছাড়া তারা বহির্বিশ্বে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করছে।
অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, সমুদ্রগামী জাহাজে কর্মকর্তা, নাবিকদের যোগ্যতা সনদ পরীক্ষা পরিচালনা গ্রহণ ও বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করার একমাত্র প্রতিষ্ঠান নৌ-পরিবহণ অধিদপ্তর। এ ছাড়া অধিদপ্তর যে সব সার্টিফিকেট দিয়ে থাকেন, তা হচ্ছে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি (সিওপি) ও সার্টিফিকেট অফ কম্পিটেন্স (সিওসি)। যোগ্যতা সনদ নামে এ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জাহাজে কর্মরত নাবিক ও কর্মকর্তাদের বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করে থাকে, যা তাদের নিজস্ব সরকারি ওয়েবসাইটে সব সময় আপলোড থাকে।
কামরুল আহসান বলেন, সাইবার পুলিশ সেন্টার অনুসন্ধান করে জানতে পারে গ্রেপ্তার সোহেল রানা একজন দক্ষ ওয়েব ডেভেলপার এবং এই চক্রের মূল হোতা ও ওয়েবসাইটটির ডিজাইনার। এর আগেও এই প্রতারক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করেছিল বলে স্বীকার করেছেন।
কামরুল আহসান আরও বলেন, তাদের কাছ থেকে ফেইক ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটারে সংরক্ষিত ডাটাবেস সার্ভারে ইন্সটল করা অবস্থায় পাওয়া যায়। যেখানে সিওপি নম্বর সম্বলিত ১২০ এর অধিক সার্টিফিকেটের তথ্য বিভিন্ন সময়ে আপলোড করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, দুটি এইচডিডি হার্ডডিস্ক, দুটি এসএসডি হার্ডডিস্ক, একটি পেনড্রাইভ, ছয়টি মোবাইল ফোনসহ বেশকিছু ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।