নড়াইলে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
নতুনদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৭ জন, লোহাগড়ায় তিনজন এবং কালিয়ায় দুজনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন বলেন, ‘জেলায় এ পর্যন্ত পুলিশ সুপার ও ১৩ চিকিৎসকসহ মোট ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ৩৫৬ জন এরই মধ্যে সুস্থ হয়েছে। মারা গেছে ১১ জন।’
সিভিল সার্জন আরো বলেন, ‘আক্রান্তদের মধ্যে ২২ জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছে।’