নড়াইলে পরিবহণ শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/01/narail-news-pic.jpg)
নড়াইলে কর্মহীন পরিবহণ শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ জন বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিকদের এ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
প্রত্যেক শ্রমিককে দেওয়া এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল। পর্যায়ক্রমে জেলার সব শ্রমিকদের মধ্যে উপহারসামগ্রী ও নগত টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, নড়াইল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ইউনিয়নের শ্রমিকরা।