নড়াইলে বাসচালক হত্যায় মামলা, চেয়ারম্যানসহ আসামি ১৭

নড়াইল সীমাখালী এলাকায় বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যাকাণ্ডের ঘটনায় আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশ মোল্লাসহ ১৭ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহত লিয়াকতের স্ত্রী বাদী হয়ে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় এ মামলা করেন।
মামলার বাদী আসমা খাতুন জানান, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দোষীদের শাস্তির দাবি করেন তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে বাসচালক লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন মোটরসাইকেলে লোহাগড়ায় যান তিনি।
পুলিশ বলছে, অন্য কোনো স্থানে হত্যা করে সীমাখালী এলাকায় সড়কের পাশে তাকে ফেলে দেওয়া হয়।
লিয়াকত প্রথম দিকে নড়াইল-কালিয়া সড়কে যাত্রীবাহী বাসের চালক ছিলেন। পরে ঢাকা রুটের পরিবহণ চালাতেন বলে জানিয়েছেন তাঁর ছেলে পাভেল সিকদার।
জেলার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মশিউর রহমান বাবু জানান, নিহত লিয়াকত সিকদারের শরীরে ১৭টি কোপের চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।