স্বামীসহ সাবেক এমপি রুবিনার বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩১৫ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্তার হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি তার নিজ নামের ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
মীরার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
দুদক মহাপরিচালক আরও বলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরার স্বামী মো. মোশাররফ হোসাইন সরদার স্ত্রীর সহায়তায় এবং তার ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজ নামের তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার সন্দেহজনক লেনদেন করে সম্পদের অবৈধ উৎসের তথ্য গোপনের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এসব অভিযোগে মো. মোশাররফ হোসাইন সরদার ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরাকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।