নড়াইলে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের সাইকেল বিতরণ

নারী শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে নড়াইলের তুলারামপুরের চাঁচড়া এন ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত মেধাবী ১৫ ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বিদ্যালয় চত্বরে তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
নড়াইল সদর উপজেলা পরিষদের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে সাইকেলগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুন্ডরীক কুমার বিশ্বাসসহ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
স্কুল কর্তৃপক্ষ জানায়, চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে হেঁটে স্কুলে আসে এসব দরিদ্র শিক্ষার্থী। এজন্য সময়মতো তারা স্কুলে আসতে পারত না। যাতায়াতে কষ্ট হতো। তাই এসব মেধাবী শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের সুবিধার জন্য বাইসাইকেলের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ইউনিয়ন-ওয়ার্ড ভিডিপি দলনেতা ও আনসার কমান্ডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
নড়াইল জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন, জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম ও উপজেলা প্রশিক্ষকরা। এ ছাড়া আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।