নড়াইলে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমান (৫০) হত্যা মামলার আসামি লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নড়াইল শহরের বাসা থেকে গতকাল রোববার বিকেলে লিটুকে গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ এপ্রিল দুপুরে নোয়াগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।
নিহত মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে।
এ হত্যাকাণ্ডের পরের দিন লোহাগড়া থানায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটুসহ ৪৯ জনকে আসামি করে মামলা করা হয়।