নড়াইলে ৭০০ ইয়াবা জব্দ, তিন যুবক গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/30/narail-pic-30-06-2021.jpg)
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৭০০ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চর ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চর করফা গ্রামের বাসিন্দা মো. সুজন খান (২৪), একই এলাকার মো. আরমান খান (১৯) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কিংমোংখালি গ্রামের বাসিন্দা মো. ফারুক (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে চর ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির দুইহাজার টাকা জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।