পদ্মা নদীতে মোটরসাইকেল বহনকারী ফেরি চলাচল শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গগামী ২১ জেলার যাত্রীবাহী মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটে যায় ফেরি কলমিলতা।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে তিন ঘণ্টা পরপর দুটি মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রতিটি মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ফেরি কলমিলতা ১৬৯টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে প্রথম ফেরি সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ছেড়ে যায়। ঘাট এলাকায় আরও শতাধিক মোটরসাইকেল রয়েছে পারাপারের অপেক্ষায়।’
জামাল হোসেন আরও বলেন, ‘চলাচলের জন্য শিমুলিয়ার পুরান ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করছি। চাপ বাড়লে পরে ফেরির সংখ্যা বাড়ান হতে পারে। ঈদের পর চাহিদা অনুযায়ী ফেরি সার্ভিস চালু রাখা হবে।’
ঈদে মোটরসাইকেল আরোহীদের পারাপারে বিআইডব্লিউটিসির আবেদনের পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। গেল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত দেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যদিয়ে ফেরি চালানোর অনাপত্তি প্রদান করেছে সেতু কর্তৃপক্ষ।