পপুলারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ১০ লাখ

ময়মনসিংহের চরপাড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টার ও এক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান, ময়মনসিংহ র্যাব-১৪ ও জেলা স্বাস্থ্য অফিসের কর্মকর্তাদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ছয় লাখ, মৈত্রী হাসপাতাল ও মৈত্রী ডায়াগনস্টিক সেন্টারকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মৈত্রী হাসপাতালের অপারেশন রুম সিলগালা করা হয়।
ঢাকা থেকে আগত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান বলেন, ‘জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে কালেকশন স্যাম্পল রাখার মতো তাপমাত্রার অভাব, অনুপযুক্ত অপারেশন থিয়েটার, সার্বক্ষণিক চিকিৎসা কর্মকর্তা ও প্রয়োজনীয় চিকিৎসকের অভাবের কারণে এ জরিমানা করা হয়েছে।’
এর আগে ২০১৬ সালে পপুলার ডায়াগনস্টিকের ময়মনসিংহ শাখাকে নানা অনিয়মের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।