পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, ১৩ বছর পর মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম বকুল। তিনি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চরসাজাই নয়াপাড়ার বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন এ খবর নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে বকুলের সঙ্গে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার শাহিনা বেগমের (২০) পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে বকুল তাঁর ভাবির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী শাহিনার সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তাঁর পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পরে আত্মহত্যা বলে প্রচার করে।
এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তাঁর ভাবি নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা করেন।
দীর্ঘ ১৩ বছর শুনানির পর আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম।