পরী মণি মিডিয়ার বাড়তি সুবিধা নিয়ে মামলা করেছেন : আইনজীবী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/15/pori-1.jpg)
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা এই আদেশ দেন।
এর আগে আজ দুপুরে নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকীকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শেষে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপরে তাঁদের আইনজীবী জামিনের আবেদন করেন। জামিন শুনানির সময় আইনজীবী ইমরুল কাউসার ও আমানুল করিম লিটন শুনানিতে বলেন, মাননীয় আদালত গত ৮ জুন রাতে সাভারের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে গিয়ে নিজেই মদ পান করে অপকর্ম করার চেষ্টা করেছেন মামলার বাদী পরী মণি।
নাসিরউদ্দিনের আইনজীবীরা শুনানিতে বলেন, ‘পরী মণি পূর্বপরিকল্পিতভাবে এ কাজ করেছেন। এ ঘটনার সঙ্গে আসামিরা জড়িত নন। ওই ক্লাবে রাত ৩টা পর্যন্ত পরী মণি কী করলেন সেই ব্যাখ্যা এজাহারে নেই। তিনি মদ খেয়েছেন সিসিটিভির ফুটেজে তা আছে। তাঁর দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, পায়ে লেগেছে; সেই মানুষ কীভাবে মদ খায়?’
আসামিপক্ষের আইনজীবীরা আরও বলেন, ঘটনার চার দিন পরে এ মামলা দায়ের করা হয়েছে। পরী মণি আগে মিডিয়ার বাড়তি সুবিধা নিয়ে মামলা করেছেন। পরে মিডিয়া সেই ভুল বুঝতে পেরেছে। আসামি নাসির বয়স্ক ও অসুস্থ মানুষ। তাঁকে দুই মামলায় ১২ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। নতুন তথ্য বের হয়নি। জামিন পেলে তিনি তো পালিয়ে যাবেন না। তাই যেকোনো শর্তে জামিন প্রার্থনা করছি।’
অমির আইনজীবী ইমরুল কাউসার ও আমানুল করিম লিটন বলেন, ‘আসামি অমি পরী মণিকে বলেছিলেন, তিনি এ ক্লাবে যাচ্ছে, তুমি নামতে পারো। এখানে কোনো প্রকার জোর করা হয়নি। তাঁর বোনের কথা বলে সে নিজেই গেছে। ভিকটিমের শরীরের কোনো স্পর্শকাতর জায়গা স্পর্শ করেনি। পরী মণিকে অমি কোনো আঘাত করেনি। অমি তাঁকে মদ পান করায়নি। এজাহারে এমন কোনো কথার উল্লেখ নেই। উনি নিজেই মদ খেয়ে অপকর্ম করার চেষ্টা করেছেন।’
অপরদিকে জামিনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল কবীর বাবুল আসামিদের জামিনের বিরোধিতা করে বলেন, মামলাটি দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। রাষ্ট্রপক্ষ মামলা সুষ্ঠু তদন্ত ও বিচার চায়। মামলার বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে।
শুনানি শেষে বিচারক নাসিরউদ্দিন ও অমিকে আগামী ৮ জুলাই পর্যন্ত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই আসামির পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরী মণি সাভারের বিরুলিয়ার তুরাগ নদের তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে অমির সঙ্গে যান। সে সময় তাঁকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন ক্লাবের কর্মকর্তা নাসিরউদ্দিন মাহমুদ।
গত ১৩ জুন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন পরী মণি। তিনি দাবি করেছেন যে, ছয়জন তাঁকে ধর্ষণচেষ্টা ও হত্যার চেষ্টা করেছিলেন। ফেসবুক স্ট্যাটাসের পর গত ১৩ জুন রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না। ঘটনার পর ভোর রাতে বনানী থানায় অভিযোগ করতে গেলে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানান এই অভিনেত্রী।
পরে সাভার মডেল থানা পুলিশ পরী মণির মামলা গ্রহণ করে। মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নাসিরউদ্দিন মাহমুদ, অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের মাদক মামলায় রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় নাসির ও অমিকে রিমান্ডে নেয় সাভার মডেল থানার পুলিশ।