পল্লবী থানা বিএনপির আহ্বায়ক সাজ্জাদকে দল থেকে অব্যাহতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/06/bnp_pollobi.jpg)
মো. সাজ্জাদ হোসেনের ছবি বিএনপির মিডিয়া শেল থেকে পাওয়া
ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
আজ সোমবার (৬ মার্চ) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সেখানে জানানো হয়, বিএনপি-ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্তের অনুমোদন দেন।