পাঁচ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল শুরু
কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পদ্মা। এর ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, আজ সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এ দুই নৌপথে তিনটি মাঝারি ও দুটি ছোটসহ মোট পাঁচটি ফেরি চলাচল করছে। এদিকে, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দেড় শতাধিক ছোট যানবাহন।