মুন্সীগঞ্জে ডাকাতদের আস্তানায় যৌথবাহিনীর অভিযান

পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ডাকাতদের আস্তানায় যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় র্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়।
র্যাব সূত্র জানায়, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাতদের আস্তানায় এ অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ৫টার পর পাঁচ-ছয়টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে নৌ-ডাকাত দলের সদস্যরা। ক্যাম্পের কাছাকাছি জায়গায় এসে প্রথমে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান তারা। পরবর্তীতে ট্রলার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে ২০ রাউন্ডের মতো গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) শামসুল আলম সরকার বলেন, ‘বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়েছে। অভিযানে জেলা পুলিশ, নৌ পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নিয়েছে। অল্প সময়ের মধ্যে ভালো খবর পাবেন। গতকাল গুলিবর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারে এই অভিযান চলছে।’