‘পাটুরিয়ায় ডুবন্ত ফেরিকে তুলতে তিন থেকে চার দিন সময় লাগবে’

পাটুরিয়ায় নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ডুবন্ত ফেরিটি তুলতে তিন থেকে চারদিন সময় লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রামের উদ্ধারকারী প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের মালিক আলহাজ বদিউল আলম।
বদিউল আলম বলেন, ‘অর্ধডুবন্ত ফেরি আমানত শাহ উদ্ধারের বেসিক কাজ আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদীপথে ছয়টি উইন্স ভার্জের আসা ছয়টি পল্টন ভর্তি ইকোইভমেন্ট আসার পর।’
এদিকে, মানিকগঞ্জের পাটুরিয়ায় অর্ধডুবন্ত ফেরি আমানত শাহকে উদ্ধারের জন্য ইতোমধ্যে চট্টগ্রাম থেকে জেনুইন এন্টারপ্রাইজের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে তারা ফেরি আমানত শাহকে কিভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে পর্যালোচনা করেছেন।
এর আগে গত পাঁচ দিন ফেরিতে আটকেপড়া পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করে জাহাজ হামজা ও রুস্তম। কিন্তু ওই দুই জাহাজের সক্ষমতার অভাবে ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল বিআইডব্লিউটিএর এক ঘোষণায় জানিয়েছিল, সরকারি নয়, চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘জেনুইন এন্টারপ্রাইজ’ পাটুরিয়ায় আসছে ডুবন্ত আমানত শাহকে উদ্ধার করতে।
এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ওই প্রতিষ্ঠানের উদ্ধার ও এক্সপার্ট টেকনিক্যাল টিম পাটুরিয়ায় ফেরি আমানত শাহকে উদ্ধারের বিষয়ে পর্যালোচনা করছেন।