পাবনায় অস্ত্র-গুলিসহ আটক ১

পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক সাইফুল ইসলাম। ছবি : এনটিভি
পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম (৫৫) নামের একজনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গতকাল রোববার রাতে উপজেলার একদন্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়ার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল একদন্ত বাজারে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাবের দাবি, আটককৃত সাইফুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এছাড়াও তিনি অস্ত্র নিজের কাছে রেখে অপরাধমূলক কাজ করে আসছিলেন।