প্রবাসী অধ্যুষিত শিবচরে দোকানপাট, যানবাহন বন্ধ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রবাসী অধ্যুষিত মাদারীপুরের শিবচর উপজেলায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে জারি করা এই ঘোষণায়, উপজেলায় সব ধরনের ওষুধের দোকান, মানুষের নিত্য ব্যবহার্য কাঁচামাল ও মুদি দোকান খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘জনসমাগম এড়াতে উপজেলায় সব ধরনের দোকান পাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের এই উপজেলায় প্রচুর ইতালি প্রবাসী নাগরিক রয়েছেন। চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন ইউরোপের দেশ ইতালিকেই সবচেয়ে বেশি কাঁদাচ্ছে। বলা হচ্ছে, গোটা ইতালিই কোয়ারেন্টিনে।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক ব্রিফিংয়ে বলেছেন, দেশের যেসব এলাকা সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত সেসব এলাকা ধীরে ধীরে লকডাউন করে দেওয়া হবে।
মাদারীপুর, শরীয়তপুর, শিবচর এমন কয়েকটি জায়গার নাম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় অন্যান্য জেলার তুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। যে ১৭ জন আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে এসব এলাকার লোক বেশি। মাদারীপুরকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখছি। কারণ, এই এলাকার অনেক মানুষ বিদেশে থাকেন।’
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন লকডাউনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘এখানকার পরিস্থিতির অবনতি হলে এলাকাভিত্তিক লকডাউন করা হবে। আক্রান্ত এলাকাগুলো লকডাউন করার বিকল্প দেখছি না।’
এর কিছুক্ষণের মধ্যেই শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের ঘোষণা এলো।