প্রেসক্লাবের ঘটনা পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে, সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রেসক্লাবে দু-একজন পুলিশকে প্রবেশ করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে।’
রাজধানীর মিরপুরে আজ সোমবার সকালে পুলিশ স্টাফ কলেজে পুলিশের মেমোরিয়াল ডে উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসক্লাবের ভেতরে আমাদের পুলিশ কোনোদিন ঢোকে না। সেদিন ওখান থেকে যেভাবে ইট-পাটকেল ছুড়ছিল, সেসময় দু-একজন হয়তো ঢুকেছে। যেভাবে মারামারি সৃষ্টি করল... যখন পরিস্থিতি অতিমাত্রায় পৌঁছাল, পুলিশ তখন কাঁদানে গ্যাস মেরে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে মাত্র।’
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা সাংবাদিকেরা একটা উদ্যোগ নেন, যাতে প্রেসক্লাবে মারামারি করা, ইট-পাটকেল ছোড়াছুড়ি করা এ রকম অবাঞ্ছিত লোক না ঢুকতে পারে।’