ফরিদপুরের গণসমাবেশ মঞ্চেও খালেদা জিয়ার জন্য খালি চেয়ার

ফরিদপুরের আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বরে গণসমাবেশ মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর শহরের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত দুই রাত থেকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এ মাঠ। বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে হলুদ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়।
এর আগে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়।
বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। তবু বন্ধ হয়নি মানুষের স্রোত। ধর্মঘটের পরও ট্রলারে, বাইকে, পায়ে হেঁটে, সাইকেলে চড়ে মানুষের ঢল নেমেছে গণসমাবেশ স্থলে। বরং সমাবেশের দুদিন আগে থেকেই দলীয় নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বর। বেলা ১১টার দিকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলসহ আশপাশের এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। এখনও আসছেন নেতাকর্মীরা। গত রাত থেকেই মিছিলে-স্লোগানে নেতাকর্মীরা মাতিয়ে রেখেছেন সমাবেশস্থলের চারপাশ।
সমাবেশে যোগ দিতে গতকাল রাতে ফরিদপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া, বিভাগের বিভিন্ন জেলা থেকে গত তিনদিন ধরেই এসেছেন দলীয় নেতাকর্মীরা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার দিকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেছেন।