ফরিদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/26/water.jpg)
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়ার নতুন হাটখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হল উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়ার নতুন হাটখোলা গ্রামে আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) ও একই গ্রামের মজিবর মুন্সীর পালকপুত্র তরিকুল (৫)।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সাজিদ ও তরিকুল বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। বেলা ২টার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পায়। পরবর্তীতে তাদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরকান্দা হাসপাতালের চিকিৎসক জানান, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে ও হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়।
এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।