ফুলের রাজ্য মাধবপাশা

ফুলে ফুলে ভরে আছে গ্রাম। চারপাশে লাল, নীল, গোলাপি, বেগুনির ছড়াছড়ি। হরেক রকমের বাহারি ফুলের নজরকাড়া গ্রামটির নাম মাধবপাশা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের গ্রামটি ঘুরতে তাই প্রতিদিন ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ।
মাধবপাশায় ঢুকলে মনে হবে যেন রঙের গালিচা বিছিয়ে রাখা হয়েছে। গ্রামজুড়ে যেন ফুলের বাগান। সেখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে ফুল। পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। ওই গ্রামে ঘুরতে আসা ভ্রমণ-পিপাসুরা অবশ্য ফুল কিনতে পারেন খুচরামূল্যেও।
খোঁপায় ফুল গুঁজে দিয়ে সেলফিতে মেতে থাকতে দেখা যায় তরুণীদের। তরুণরা ছুটে যান ফুলের ক্ষেতে। তারাও স্মৃতি ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন মোবাইল ক্যামেরায়। ছবি তোলার পাশাপাশি অনেকে আবার ভিডিওচিত্র ধারণ করেন। ইউটিউবারদেরও দেখা যায় প্রায়ই।

দুই বিঘা জমিতে ডালিয়া, চন্দ্রমল্লিকা, স্টার, গাদা ফুল চাষ করেছেন ফুলচাষি মোহাম্মদ রোকন হোসেন। তিনি জানান, পাঁচ লাখ টাকায় জমি বর্গা নিয়ে চাষ শুরু করেন তিনি। জমিকে ফুল চাষের উপযোগী করতে ব্যয় করেন আরও দেড় লাখ টাকা। ফুলের গাছ রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন খরচ হয় এক হাজার টাকা। তারপরও লাভজনক বলে মন্তব্য করেন তিনি।
রোকন বলেন, ‘চাষ শুরুর দেড় মাস পর থেকে ফলন দিতে শুরু করেছে গাছগুলো। সারা বছর এই গ্রামে ফুলের চাষ হয়। নানা বয়সী মানুষ এখানে ঘুরতে আসেন। পাইকাররা ফুল কিনে নিয়ে যান। ভালোই লাগে।’