ফেনীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩০) নামের এক যুবলীগকর্মী গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুহুরীগঞ্জে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজারে দোকানপাট বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানায়, ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সংলগ্ন বালু তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের একপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক ও অপর পক্ষে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকুল ছিদ্দিক নেতৃত্বে আছেন বলে দাবি স্থানীয়দের।
আজ বিকেলে যুবলীগকর্মী সিরাজুল ইসলাম সমিতি বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় চেয়ারম্যান আজিজ গ্রুপের পাঁচ থেকে ছয়জন অনুসারী তাঁর ওপর অতর্কিতে গুলি চালায়। এ সময় সিরাজুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীদের গুলিতে পারভেজ, জিহান, শহীদ নামে তিনজন গুরুতর আহত হন।
নিহত সিরাজ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার গ্রুপের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সন্ধ্যা ৭টা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।