ফেনীতে এক নারী ও দুই শিশুর করোনা শনাক্ত

ফেনীতে গত ২৪ ঘণ্টায় এক নারী ও দুই শিশুর করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ৪০ বছর নারী। বাকি দুজনের মধ্যে একজনের বয়স ১৩ বছর, আরেকজনের বয়স ১৭ বছর। এ নিয়ে ফেনীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাতজন।
ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত নারী ফেনীর দাগনভুঞা উপজেলার বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজনের (১৩) বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বরইয়া এলাকা। অপরজন (১৭) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের বাসিন্দা হলেও সে নানার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপল এলাকায় থাকত। তাদের দুজনেরই জ্বর বেড়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং একজন দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট ফেনী এসেছে। গত ৩০ এপ্রিল থেকে গতকাল বুধবার পর্যন্ত ফেনী থেকে পাঠানো অবশিষ্ট নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।