ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে আজ সোমবার রাতে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি। ছবি : এনটিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন। আজ সোমবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফেনীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলার চরফ্যাশন থেকে ছেড়ে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নয়জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনার পর একজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।