ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামি ভাস্কর্যের উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফেনীর মহিপালে দৃষ্টিনন্দন ইসলামি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মিয়াজী বাড়ির সামনে ভাস্কর্যটি উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিনসহ প্রমুখ।

পৌরসভা সূত্র জানায়, প্যানেল মেয়র নজরুল স্বপন মিয়াজীর উদ্যোগে মহান আল্লাহ তায়া’লা ও হজরত মুহাম্মদের (সা.) নামে একটি ভাস্কর্য নির্মাণে অর্থায়ন করে ফেনী পৌরসভা। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ নম্বর ওয়ার্ডের মিয়াজীবাড়ির রাস্তার মাথায় ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
এটি নির্মাণের দায়িত্ব পায় বেস্ট কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সুন্দর সুনিপুণ কারুকাজসহ আলোকিত ঝর্ণাধারার ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে চার মাস। ভাস্কর্যে লেখা রয়েছে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ (স.) এর নাম। রাতে আলোর ঝলকানিতে পানির ফোয়ারায় সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা।
এদিকে এরই মধ্যে ভাস্কর্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসছে দূর-দুরান্ত থেকে। ভাস্কর্যটি এলাকার সৌন্দর্য বাড়িয়ে তোলায় খুশি সেখানকার মানুষ।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘মহান ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ (সা.)-এর ওপর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে এটি নির্মাণের উদ্যোগ নিই। পাশাপাশি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কথা মাথায় রেখে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। এটির আলোকসজ্জায় আলোকিত হয়েছে পুরো এলাকা। যা বহুদূর থেকে মহাসড়কে চলাচলকারীদের নজরে পড়বে। বর্তমানে আমার ওয়ার্ডে বিজয়সিংহ দীঘির সৌন্দর্য বাড়ানোর বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলছে। এ ছাড়া শহরে আরোো ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’