এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গণজমায়েত

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে এবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত ছাত্র-জনতা। আজ শনিবার (১০ মে) রাত ৯টার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাত পৌনে ৯টার দিকে আন্দোলনে যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. সফিকুল ইসলাম মাসুদ।
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, উপদেষ্টাদের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আমরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করব। আমরা এই অন্তর্বর্তী সরকার গঠন করেছি। আমরাই তাদের নামাব।
এর আগে এদিন বিকেল ৩টা থেকে শাহবাগ মোড়ে শুরু হয় গণজমায়েত।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। অন্যথায়, কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

এর আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কিছুক্ষণের মধ্যে শাহবাগ থেকে গিয়ে বাংলামোটর মোড় অবরোধ করা হবে, অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে।

গতকাল শুক্রবারের মতোই আজও হাজার হাজার ছাত্র-জনতা, নারী-শিশু, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েতে অংশ নিয়েছে।