ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত, পুরো গ্রাম লকডাউন

ফেনীতে প্রথমবারের মতো এক ব্যক্তির (৩২) শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম এলাকার বাসিন্দা। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিহাব উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
ডা. সিহাব উদ্দিন জানান, এর আগে ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়ায় গত ১৪ এপ্রিল মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল। পরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নমুনার রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে বলে ফেনী স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের জানান, বিষয়টি জানার পরই গতকাল রাত সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত ওই রোগীর বাড়িসহ পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেছে। এ ছাড়া ওই ব্যক্তিকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে নেওয়া হচ্ছে। ওই ব্যক্তি কিছুদিন আগে ঢাকা থেকে নিজ গ্রামে আসেন।