ফেনীতে প্রবাসীসহ ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে বিদেশ থেকে আসা ২২ জন এবং তাদের পরিবারের ৯৪ জনসহ মোট ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।
ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে এদের দেখাশোনা করার জন্য। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টিনে থাকা লোকজনকে পর্যবেক্ষণ করছে। তবে সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের পরিচয় গোপন করা হচ্ছে।
সিভিল সার্জন আরো জানান, করোনা পরিস্থিতির জন্য একজন চালককে দায়িত্ব দিয়ে একটা অ্যাম্বুলেন্স পৃথকভাবে রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি আইসোলেশন ওয়ার্ডের জন্য পৃথক চিকিৎসা কর্মকর্তা পদায়ন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে ইতালি থেকে ১২, কুয়েত এক, কাতার তিন, গ্রিস এক, কোরিয়া-চায়না এক এবং ভারত থেকে তিনজন এসেছেন।
তবে বিমানবন্দরে এদের কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এসব প্রবাসীর নাম-ঠিকানা নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ এদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে।