ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/06/feni-dead-photo.jpg)
৫০ শয্যাবিশিষ্টি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের একটি বাড়িতে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আলমপুর গ্রামের মোহাম্মদ সোলেমানের মেয়ে তামান্না আক্তার (১৪) ও বাহার উল্লাহর ছেলে আল আমিন (৬)। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী এবং সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল পলাশ জানিয়েছেন, শিশু দুটি একই বাড়িতে ছিল। প্রচণ্ড ঝড়-বৃষ্টি চলাকালে তারা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাদের ৫০ শয্যাবিশিষ্টি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।