ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামে ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুই ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক মো. মাঈনুদ্দিন জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি একনলা বন্দুক, একটি গুলি এবং আটটি গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত যে দুজন নিহত হয়েছে, তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।