ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত

ফেনীর সোনাগাজী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিয়া (২) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে ছয় যাত্রী।
আজ রোববার সন্ধ্যায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই বছরের শিশু আলিয়া আক্তার নিহত হয়। এ সময় আহত হয় আরো ছয় যাত্রী।
আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নিহত শিশু আলিয়ার মাসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক শাম্মী জানান, শিশু আলিয়া ঘটনাস্থলেই মারা যায়। মৃতদেহটি ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটির মা নিশি বেগম (২৫) ও কামাল উদ্দিন (২৮) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।