ফেনীতে সড়কে ঝরল দুই প্রাণ

ফেনীর ফুলগাজী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে উপজেলার আনন্দপুর এলাকার ফেনী-পরশুরাম সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন অটোরিকশার চালক বেলাল হোসেন (২২)। তিনি ছাগলনাইয়া উপজেলার মধ্যম বাথানিয়া গ্রামের মৃত করিমুল্লার ছেলে। আহত তিন জনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, উপজেলার মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তপুরা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তপুরা আক্তারের স্বামী ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহায়ক। আজ সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন ইউছুফ। এ সময় মুন্সিরহাট এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে নিহত হন তপুরা আক্তার।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন এ দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।