ফেনীর ৮ এলাকায় লকডাউন চলছে

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেনী জেলার আট এলাকা রেডজোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।
এলাকাগুলো হচ্ছে ফেনী সদর উপজেলার ফেনী পৌরসভার ডাক্তারপাড়া, রামপুর ও শান্তি কোম্পানি রোড, দাগনভূঞা উপজেলার দাগনভূঞা পৌরসভা, ইয়াকুবপুর ইউনিয়ন, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন ও ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া পৌরসভা।
এ ছাড়া ফেনী পৌর এলাকার অন্য সব এলাকায় জন চলাচল সীমিত রাখার জন্য কাঁচাবাজার, শাকসবজি, মাছ-মাংসের দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সব দোকানপাট সপ্তাহের শুধু সোম ও বৃহস্পতিবার এ দুদিন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
২৪ ঘণ্টা খোলা থাকবে ওষুধের দোকান। এ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে। রাস্তার মোড়গুলো বাঁশ দিয়ে বন্ধ করে ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে জন চলাচল নিয়ন্ত্রণ করার জন্য স্বেচ্ছাসেবক নির্দেশ দেওয়া হয়েছে।