ফেসবুকে এসএসসির প্রশ্ন বিক্রির অভিযোগে কলেজছাত্র আটক

ময়মনসিংহের ভালুকায় মামুন রানা (১৯) নামের প্রশ্নফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
গতকাল শুক্রবার রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মামুন রানা গাজীপুর ম্যাটসের মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি টাঈাইল জেলার মমিনপুর গ্রামের বাসিন্দা।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজা মিয়ার বাসা থেকে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য মামুন রানাকে আটক করে। তিনি আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র মোবাইলে ফোনের মাধ্যমে তাদের পরিচিত কয়েকজনের কাছে পাঠিয়েছেন বলে জানা যায়। ঘটনাটি র্যাব-১৪ জানতে পেরে গতকাল রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মামুন রানাকে আটক করে ভালুকা মডেল থানায় সোপর্দ করে।
ময়মনসিংহ র্যাব ১৪-এর উপসহকারী পরিচালক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইলিয়াস হোসেন মোল্লা জানান, আটককৃত মামুন ওই বাসায় ভাড়ায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস করার কাজ করে থাকেন।
এ ঘটনায় ময়মনসিংহ র্যাব ১৪-এর উপসহকারী পরিচালক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইলিয়াস হোসেন মোল্লা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামুন রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।