ফেসবুকে ‘বয়স-মৃত্যু’ নিয়ে স্ট্যাটাস দেওয়া যুবক সড়ক দুর্ঘটনায় নিহত
নিজের ফেসবুক আইডিতে ‘বয়স-মৃত্যু’ নিয়ে একাধিক স্ট্যাটাস দেওয়া যুবক গোলাম মোস্তফা মিশু আজ রোববার বিকেল ৩টায় সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়ার টেক এলাকার দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
চলতি বছরের ২০ জুন, ‘আল্লাহতায়ালা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।’ ৪ আগস্ট ‘কোনো নোটিফিকেশন ছাড়াই একদিন মালাকুল মউত এসে হাজির হবে। তবে আমাদের সবার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, আমিন।’ সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর ‘যেদিন মোড়াবো সাদা কাফনে, কাছের মানুষটাও বলবে দেরি কেন; তাড়াতাড়ি দাফন করো।’ এমন স্ট্যাটাস নিজের ফেসবুক আইডিতে দেন তিনি।
তাঁর নাম গোলাম মোস্তফা মিশু। তিনি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশিরখিল গ্রামের মোহাম্মদ কামাল পাশার ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ বিকেল ৩টায় সাতকানিয়া-বাঁশখালী সড়ক দিয়ে বাইক চালিয়ে সাতকানিয়ার দিকে আসার সময় এওচিয়ার টেকের রাস্তায় পড়ে যান মিশু। এ সময় স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহত মিশুর বাবা কামাল পাশা বলেন, ‘আমার ছেলে অনেক ভালো ছিল। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আমার ছেলেকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ কারা এমন ঘটনা ঘটাতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাইক চালানো অবস্থায় গাড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান মিশু। পরে স্থানীয় লোকজন তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শোভন আর্চায্য বলেন, গোলাম মোস্তফা মিশু নামের এক যুবককে লোকজন হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।